একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমানের গভীর শ্রদ্ধা দ্যা ডেইলি জাতীয় কাগজ দ্যা ডেইলি জাতীয় কাগজ প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ লুৎফর রহমান বলেছেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির ভাষা আন্দোলনের এক অবিস্মরণীয় দিন, যা মাতৃভাষার প্রতি আমাদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে। ১৯৫২ সালের এই দিনে আমাদের ছাত্র-যুবকরা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিল যে, ভাষা কেবল এক কমিউনিকেশন সিস্টেম নয়, এটি একটি জাতির আত্মপরিচয় এবং স্বাধীনতার প্রতীক। গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান দিনটি স্মরণ করে তিনি আরও বলেন,মাতৃভাষার অধিকার, জাতির ঐক্য ও স্বাধীনতার জন্য যে সংগ্রাম ত্যাগস্বীকার করেছে আমাদের পূর্বপুরুষেরা, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, যে, আমরা ভাষার সম্মান রক্ষা করব এবং সব ধরনের ভাষিক বৈষম্যের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব।এছাড়া, ভাষার অধিকার আদায়ের পাশাপাশি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একুশে ফেব্রুয়ারি আমাদের ঐক্যের প্রতীক, আমাদের সংকল্পের দিন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং একুশে ফেব্রুয়ারি আমাদের ভবিষ্যত প্রজন্মকে শিখতে ও সংগ্রাম করতে উৎসাহিত করবে বলেও জানান। SHARES প্রচ্ছদ বিষয়: