ঝিনাইগাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঈদ সামগ্রী বিতরণ দ্যা ডেইলি জাতীয় কাগজ দ্যা ডেইলি জাতীয় কাগজ প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী ঝিনাইগাতী বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন জিসান এন্ড সুমাইয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সাংবাদিক সারোয়ার হোসেনের নিজস্ব অর্থায়নে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সারোয়ার হোসেনের মানবিক কর্মকাণ্ড দেখে প্রশংসা করেছেন অনেকে। ঈদ সামগ্রী বিতরণকালে সারোয়ার হোসেন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রত্যেক বছরের ন্যায় এবারেও অসহায় হতদরিদ্র দুঃস্থ ও অসচ্ছলসহ বিভিন্ন নিম্ন আয়ের দুই শতাধিক লোকজনের মঝে আতপ চাল, চিনি, সেমাই, নুডলস ও গুড়া দুধ প্রদান করা হয়। সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে বিতরণ কার্যক্রম। এরপর, আগতদের প্রত্যেককে ঈদ উপলক্ষে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: