ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দ্যা ডেইলি জাতীয় কাগজ দ্যা ডেইলি জাতীয় কাগজ প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ১৪৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টা সময় স্থানীয়, মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব শাহা,কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান,উপজেলা জামাতে ইসলামী আমির মাওলানা নুরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিদের আসন গ্রহন ও ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুরুজ্জামান আকন্দ এঁর পরিচালনায় ১৪৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাংশা ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম,গৌরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ সহ আরও অনেকে। SHARES সারা বাংলা বিষয়: