ঝিনাইগাতীতে যুবদলের ইফতার মাহফিলে সাড়ে প্রায় চার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণ

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আজ দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। তাদের নেত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান সবাই পলাতক। এখন জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্ব বিএনপির। শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও বিএনপির।

ঝিনাইগাতীর কোনো মানুষ যেন কষ্ট না পায়, সে বিষয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা যুব দলের সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে, ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো, কামরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক মোঃ লুৎফর রহমান প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল,শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর উপস্থিতি ঘটে জানান আয়োজকরা।