স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো, লুৎফর রহমান বাংলা নববর্ষ -১৪৩২ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ দেশবাসীকে নতুন বছরের এই দিনে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার সুখ-শান্তি ও মঙ্গল কামনা করেন।
লুৎফর রহমান বলেন,
“বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক।” “আসুন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আমরা গড়ি একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ।”
“বর্তমান সময়ের নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও বাঙালি জাতি নববর্ষের আনন্দে মেতে ওঠে—এই ঐতিহ্য আমাদের আশাবাদী করে তোলে।” তিনি প্রত্যাশা করেন, নতুন বছর সবার জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।