শেরপুর প্রতিনিধি:“আন্তরিকতায় পাশে থাকুন, দুর্নীতিমুক্ত দেশ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মানবাধিকার সংস্থা “আমাদের আইন” এর জেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল ২০ এপ্রিল, শহরের বটতলা এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে এক সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়।
সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত মো. নাজমুল আলম, এবং সঞ্চালনায় ছিলেন ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নির্বাহী সভাপতি সাইফুল ইসলাম, এডভোকেট মো. মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মো. কামাল হোসেন, প্রভাষক জাহিদ আনোয়ার, আবদুল হামিদ, খন্দকার দেলোয়ার হোসেন, তাজ কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, নারীনেত্রী নাহিদ রহমান ও দীপা নাসরিন, সাংবাদিক কাকন সরকার, এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ চন্দ্র শীল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে মো. নাজমুল আলমকে চেয়ারম্যান, মো. আলমগীর হোসাইনকে সেক্রেটারি এবং খাইরুল হককে সাংগঠনিক সম্পাদক করে শেরপুর জেলা কমিটির আংশিক গঠন সম্পন্ন করা হয়। সভার কার্যবিবরণী উপস্থিত সবার স্বাক্ষরে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয় এবং ২১ এপ্রিল এক অনলাইন বার্তায় কেন্দ্রীয় কমিটি এই আংশিক কমিটি অনুমোদন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত ও জাতিসংঘ মানবাধিকার অধিদপ্তর অনুমোদিত সংগঠন “আমাদের আইন” শেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা এবং মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম বলেন, “পূর্বের চেয়ে আরও গতিশীলভাবে আমরা মানবাধিকার রক্ষায় কাজ করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিপীড়িত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও জানান, ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে ইজরাইলবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে “আমাদের আইন” অচিরেই একটি গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিচ্ছে। এ লক্ষ্যে তিনি দেশের সকল মানবাধিকার সংগঠন ও কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।