ঝিনাইগাতীতে বন রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করলেন রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ বিভাগের আওতাধীন রাংটিয়া রেঞ্জ এর বন সংরক্ষণে এক নতুন দিগন্তের সূচনা করেছেন রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম। এই রেঞ্জ-এ, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও কঠোর পদক্ষেপে বদলে গেছে এখানকার বন ব্যবস্থাপনার চিত্র। বনজ সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে তিনি সার্বক্ষণিক টহল পরিচালনা করে বনাঞ্চল রক্ষায় রয়েছেন অটল ও সক্রিয়।

জানা গেছে,২৫ ফেব্রুয়ারি ২০২৪ সালের রাংটিয়া রেঞ্জ-এ রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো, আব্দুল করিম। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই দিনরাত পরিশ্রম করে বন রক্ষায় কাজ করে যাচ্ছেন। শুধু দিনে নয়, রাতের অন্ধকারেও তিনি বনের গভীরে টহল দেন। তাঁর দক্ষ নেতৃত্বে বন বিভাগের কর্মীরা নিয়মিত অভিযান পরিচালনা করে, যার ফলে একের পর এক অবৈধ কার্যক্রম বন্ধ করতে তিনি সক্ষম। পাহাড়ি ছড়া ও নদীর পাড় সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের যে অনিয়ম চলছিল, তার নিরলস প্রচেষ্টায় তা সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম দায়িত্ব গ্রহণের পর থেকেই অবৈধ দখলদারদের চিহ্নিত করতে উদ্যোগী হন। আইনগত প্রক্রিয়া ও সুসংগঠিত অভিযানের মাধ্যমে তিনি একের পর এক বনাঞ্চল দখলমুক্ত করেন। তাঁর কঠোর পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা মূল্যবান বন ভূমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে। প্রকৃতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতকরণে রাংটিয়া রেঞ্জের বনভূমিতে দীর্ঘদিন ধরে হাতি-মানুষ দ্বন্দ্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিমের গৃহীত কার্যকর উদ্যোগের ফলে এখন ফসল ও মানুষের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পেয়েছে। তার এই প্রচেষ্টা বন ও স্থানীয় জনগোষ্ঠীর সহাবস্থানকে আরও সুসংহত করেছে।

স্থানীয় বন বিভাগের সামাজিক বনায়নের বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুলাল মন্ডল, ইউপি সদস্য মোঃ গোলাপ হোসেন,গান্দিগাও গ্রামের বাসিন্দা ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (৪০), সদস্য মনির হোসেনসহ আরও অনেকে বলেন, করিম স্যার যোগদানের আগে বন এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবাধে গাছ চুরি, ভূমি দখল, বালু ও পাথর উত্তোলনের মতো অবৈধ কার্যক্রম নিয়মিত চালাতেন। তবে তিনি রেঞ্জের দায়িত্ব নেওয়ার পর স্থানীয় প্রতিনিধি, সামাজিক বনায়ন কমিটি ও উপকারভোগী, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় এসব অনিয়ম বন্ধ করা সম্ভব হয়েছে।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, “বন সংরক্ষণ শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। পরিবেশ রক্ষা ও বন সংরক্ষণে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও জানান, সহকারী বন সংরক্ষক রাংটিয়া রেঞ্জ- প্রশিক্ষণের জন্য রেঞ্জ কর্মকর্তা হিসেবে এসবি তানভীর আহমেদ আসার পর গত ৭ জানুয়ারি ইং তারিখে উনার কাছে রাংটিয়া রেঞ্জের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর তাকে বিভিন্ন কাজে সার্বিক ভাবে সহযোগীতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বন দখল ও অবৈধ কর্মকাণ্ডকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।