নালিতাবাড়ীতে রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইফতার ও পুনর্মিলনী দ্যা ডেইলি জাতীয় কাগজ দ্যা ডেইলি জাতীয় কাগজ প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫ স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ১৯৪৬ সাল থেকে বর্তমান পর্যন্ত দাখিল, আলিম ও ফাজিল শ্রেণির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মোতাহার আলী বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব শফিউদ্দিন আহমদ ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র প্রভাষক মো: আব্দুল কাদের, রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মো, আব্দুল মোমিন, নন্নী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্য, মাদ্রাসার ঐতিহ্য, শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সকলে। শেষে পবিত্র কোরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত শেষে নির্ধারিত সময়ে ইফতারে অংশগ্রহণ করেন সকলে। কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আশরাফুল ইসলাম, রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক সালামতুল্লাহ, রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ক্বারী মো. ইব্রাহিম আকন্দ, কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার মাও: মো: আব্দুস ছামাদ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: