ঝিনাইগাতীতে মেসার্স জুনায়েদ পোল্ট্রি এন্ড ফিস ফিড-এর উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের পেল ঈদ উপহার দ্যা ডেইলি জাতীয় কাগজ দ্যা ডেইলি জাতীয় কাগজ প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫ স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছে মেসার্স জুনায়েদ পোল্ট্রি এন্ড ফিস ফিড। স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড চেয়ারম্যান মো. ছালেহ আহমেদ। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের নুনখোলা গ্রামে নিজস্ব বাসভবন থেকে অসহায় ও দুস্থদের মাঝে নতুন পোশাক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর চেয়ারম্যান মো. ছালেহ আহমেদ। তিনি বলেন, “ঈদ সবার জন্য আনন্দের। কিন্তু অনেকের সামর্থ্য না থাকায় তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই আমার সামর্থ্যের মধ্যে থেকে এই ক্ষুদ্র প্রয়াস।” স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই ঈদ ও শীত মৌসুমে ছালেহ আহমেদ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। এবারও তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছেন। বস্ত্র নিতে আসা কয়েকজন নারী-পুরুষ বলেন, “আমরা নতুন কাপড় পাবো ভাবিনি। ঈদের আগে এই উপহার পেয়ে খুব ভালো লাগছে।” একজন বৃদ্ধার কণ্ঠে আনন্দের অনুভূতি, “অনেক দিন পর নতুন কাপড় পেলাম। আল্লাহ ওনার মঙ্গল করুন।” এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে বলে মনে করেন স্থানীয়রা। তারা আশা করেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও ছালেহ আহমেদের মতো এগিয়ে আসবেন, যেন কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী সদর ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। SHARES সারা বাংলা বিষয়: