ঝিনাইগাতীতে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, নয়া আংশিক কমিটি গঠিত

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: “নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—এই প্রতিপাদ্য সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা ফারুক আহম্মেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন রাজী।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবু সালেহ সিদ্দিকী ও মাওলানা মো. ইব্রাহীম খলিলকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফী’কে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। সব শেষে, নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।